মাদকবিরোধী অভিযানে ৩৪ জন গ্রেপ্তার
১৩ দিন আগে বুধবার, আগস্ট ২৭, ২০২৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ১৮৪ পিস ইয়াবা, ১৮৪ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি জানান ,আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।