আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
৯ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।
নিলামে মোস্তাফিজকে পেতে জোর লড়াই চলে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। শেষ পর্যন্ত চেন্নাইকে টপকে ফিজকে নিজেদের দলে নিতে সক্ষম হয় কলকাতা।
আইপিএলে এটি মোস্তাফিজুর রহমানের ষষ্ঠ দল। এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন।
মোস্তাফিজের এই দলবদল বাংলাদেশি ক্রিকেটের জন্য এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।