সুন্দরবনে শামুক-ঝিনুকসহ আটজনকে আটক করা হয়েছে
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আটক আটজনের বিরুদ্ধে বন আইনের অধীনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা শামুক-ঝিনুক সুন্দরবনের নদীতে আবার ছেড়ে দেওয়া হয়। এর আগে বুধবার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চির খাল এলাকায় অভিযান চালিয়ে চারটি নৌকা ও বিভিন্ন সরঞ্জামসহ তাদের আটক করে বন বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা জেলার কয়রা থানা এলাকার আব্দুল ওয়াদুদ গাজী (৪০), খলিল সানা (৫৯), শফিকুল গাজী (৪৫), আবু সাইদ গাজী (৫৫), গফফার গাজী (৫১), দেলবর গাজী (৫৭), গোলাম মোস্তফা (৩৫) এবং মাসুম বিল্লাহ (৩৪)।
বন বিভাগের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নৌকায় করে শামুক-ঝিনুক সংগ্রহের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় চারটি নৌকা, জালসহ শামুক-ঝিনুক সংগ্রহের সরঞ্জাম জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২–এর তফসিল–২ অনুযায়ী শামুক-ঝিনুক ধরা, বহন বা বাণিজ্য করা নিষিদ্ধ। আইন লঙ্ঘনের দায়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
উল্লেখ্য, এর আগে ৭ সেপ্টেম্বর ৬৯০ কেজি, ২৭ নভেম্বর ৮৬০ কেজি এবং ৩ ডিসেম্বর ১ হাজার ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার করে বন বিভাগ। উদ্ধারকৃত এসব শামুক-ঝিনুকও নদীতে অবমুক্ত করা হয়েছিল।