জালিয়াতির অভিযোগে বাসা থেকে গ্রেফতার অভিনেত্রী

Bortoman Protidin

৪০ মিনিট আগে বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫


#

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী রাইবেনা ইন্তাচাইকে ঋণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে ব্যাংককের ওয়াথানা জেলার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, রাইবেনার বিরুদ্ধে ঋণ গ্রহণে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ অপরাধ দমন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

অর্থনৈতিক অপরাধ দমন বিভাগের কমান্ডার পোল মেজর জেনারেল তাসাপুম জারুপ্রত জানান, রাইবেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল গত মাসের মাঝামাঝি সময়ে। যেখানে বলা হয়েছে তিনি প্রতারণার মাধ্যমে প্রায় ১৯৫ মিলিয়ন বাথ ঋণ নিয়েছেন। এই বিষয়ে ১৭ জন ব্যক্তি অভিযোগ করেছেন।

পুলিশ লেনদেনের তদন্ত শেষে ২ ডিসেম্বর তার সম্পত্তি জালিয়াতি এবং ঋণ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া, রাইবেনার প্রায় ১ কোটি বাথ মূল্যমানের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি, ব্যাগ, অলঙ্কার ও শিল্প খেলার সামগ্রী।

পোল মেজর আরও বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রাইবেনা ব্যবসায়িক বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যা থেকে তারা নানা ধরনের সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন। এদের মধ্যে ৪ থেকে ৭ শতাংশ মাসিক রিটার্ন এবং স্টক ট্রেডিং, বাস্কেটবল মাঠ ও বিদেশী খাবারের দোকানে বিনিয়োগের কথা ছিল।

অভিযোগকারীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী জ্যানি তিয়েনফোসওয়ান। তিনি অভিযোগ করেছেন যে, রাইবেনা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট প্রোজেক্টে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যা পরবর্তীতে সম্পূর্ণভাবে নকল প্রমাণিত হয়। জ্যানি তার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন বাথ হিসেবে জানিয়েছেন।

এদিকে ৪৪ বছর বয়সী রাইবেনার আইনজীবী সাইয়ুদ পেংবুনচু জানিয়েছেন, তার মক্কেলের জামিনের জন্য ৫ লাখ বাথের একটি সম্পদ প্রস্তুত রয়েছে। তিনি বলেছেন, রাইবেনার বিরুদ্ধে কোনো আগের মামলা না থাকায় জামিনের আবেদন করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আইনজীবী এই বিষয়েও নিশ্চিত নন যে ঋণদাতাদের মধ্যে কোনো আরেকটি সেলেব্রিটি জড়িত আছেন কিনা।

এ প্রসঙ্গে পোল মেজর জেনারেল তাসাপুম জানিয়েছেন, ১ ডিসেম্বর তার আইনজীবী আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেদিন রাইবেনাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি। পরে পুলিশ তদন্ত শেষ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এখন পর্যন্ত, অভিনেত্রী রাইবেনা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ঋণ নেয়া প্রক্রিয়াটি তিনি অবৈধ হিসেবে জানতেন না। তিনি আত্মবিশ্বাসী যে, তিনি তার সব ঋণ পরিশোধ করতে পারবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

#

৫০ থেকে ২০০ টাকা কমেছে ধানের মণ

#

প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

#

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

#

আন্দোলনে আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

#

ভবন নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, নতুন আইন অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সাময়িক

#

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

#

অন্তর্বর্তী সরকারে নতুন করে যুক্ত হওয়া ৫ উপদেষ্টার শপথ আগামীকাল

#

নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied