সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ১৮ জন উদ্ধার
১ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে মানব পাচার চক্রের কবল থেকে ১৭ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভসংলগ্ন রাজারছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ট্রলার ঘিরে ফেললে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে সাতজন পুরুষ, চারজন নারী ও ছয়জন শিশুসহ মোট ১৭ জনকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরও জানান, উন্নত জীবন, বেশি আয়ের চাকরি ও কম খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।