দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে পদ্মা সেতুতে প্রাণহানি
২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
পদ্মা সেতুতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাস হেলপার প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত সেলিম মিয়ার ছেলে। কর্মসূত্রে তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ ও সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’-এর একটি বাস সেতুর ওপর লেন পরিবর্তনের চেষ্টা করছিল। ওই সময় পেছন দিক থেকে আসা ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’-এর আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী আহত হন।খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও সেতু কর্তৃপক্ষের রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, বাস দুর্ঘটনায় তোফায়েল নামে এক হেলপারের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুটি বাস জব্দ করা হয়েছে।