ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের সম্মান রক্ষায় কোনো ছাড় নয়: আসিফ নজরুল
১৯ ঘন্টা আগে শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়ালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা এ সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসিকে পাঠানো চিঠির জবাব প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
গত পরশু মধ্যরাতে একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে পয়েন্ট হারানোর ঝুঁকির কথা আইসিসি জানিয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর সেই প্রতিবেদন নাকচ করে দেয় বিসিবি।
এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে যান বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয়, আইসিসির পাঠানো ই-মেইলের জবাব খুব শিগগিরই দেওয়া হবে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইসিসি থেকে পাওয়া চিঠি পড়ে মনে হয়েছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সেটি তারা পুরোপুরি অনুধাবন করতে পারেনি। বিষয়টি শুধু নিরাপত্তার নয়, এটি জাতীয় মর্যাদার প্রশ্নও।’
ভারতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘যখন ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা নাইট রাইডার্সে থাকা মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এবং তাকে দল থেকে বাদ দেওয়ার কথা উঠেছে, তখন বোঝাই যায় পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ।’
তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভারতে নয়—যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায়। ‘আমরা ভারতের বড় পরিসরের সাম্প্রদায়িক পরিস্থিতির কথা তুলতে চাই না। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করব না,’ বলেন তিনি।
আইসিসি যদি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ না করে, সে ক্ষেত্রে পরবর্তী করণীয় তখন বিবেচনা করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।
এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। অতীতেও আন্তর্জাতিক টুর্নামেন্টে নিরাপত্তা ইস্যুতে হাইব্রিড মডেল গ্রহণ করা হয়েছে। আশা করি, আমাদের যুক্তিগুলো সঠিকভাবে তুলে ধরতে পারব।’