শাড়ি না কেনার জেরে দাম্পত্য কলহ, স্ত্রী’র আঘাতে স্বামীর মৃত্যু
২২ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
দিনাজপুরের বিরামপুরে নবান্ন উপলক্ষে নতুন শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর তর্কের একপর্যায়ে পিঁড়ির আঘাতে হাফিজুল ইসলাম (৬৫) নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্বামীকে আঘাত করার সন্দেহে স্ত্রী রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিরামপুর পল্লীতে। নিহত হাফিজুল দিওড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুচিয়ামোড় গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, নবান্ন উৎসবের জন্য রেহেনা বেগম স্বামীর কাছে নতুন শাড়ি চেয়েছিলেন। কিন্তু শাড়ি না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয় দুজনের মধ্যে। সকালে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে রেহেনা বেগম ঘরের কাঠের পিঁড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন হাফিজুল। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেহেনাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।