ভেড়ামারার নদীতে নৌকা ডুবল, নিহত দুই ব্যক্তি
২ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পদ্মা নদীর একটি শাখায় ডিঙি নৌকা ডুবির ঘটনা ঘটেছে, যা দুজন কৃষকের প্রাণ কেড়ে নিয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
নৌকায় চারজন কৃষক ছিলেন—আব্দুর রশিদ (৫৮), মামুন হোসেন (২৭), শরিফুল ইসলাম ও ইউসুফ আলী। তারা সবাই আখের ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকা মাঝপথে ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, কিন্তু আব্দুর রশিদ ও মামুন হোসেন ডুবে যান।
স্থানীয়রা দ্রুত পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, “নৌকা পারাপারের সময় দুজন কৃষক ডুবে যান। পরে মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
জীবিত ফেরত কৃষক শরিফুল ইসলাম জানান, নৌকা মাঝপথে দুলছিল, যা নিয়ে তিনি নৌকা মালিক মামুনকে সতর্ক করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর নৌকা ডুবে যায়।