বন্যা-ধসে শ্রীলঙ্কায় বাড়ছে দুর্যোগ: মৃ-ত্যু ৩২, নি-খোঁ-জ ১৪
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মধ্য প্রদেশের চা–উৎপাদনকারী পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার একই অঞ্চলে আরেকটি ভূমিধসে আরও ১৪ জন নিখোঁজ আছেন বলে জানা গেছে।
গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কা কঠোর আবহাওয়ার কবলে পড়েছে। টানা ভারী বৃষ্টিতে বহু বাড়িঘর, কৃষিজমি ও সড়কপথ ডুবে যায়। নদী এবং জলাধারগুলোর পানি উপচে পড়ায় যাতায়াতব্যবস্থায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন প্রদেশকে যুক্ত করে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কিছু অঞ্চলে রেললাইনও প্লাবিত হয়েছে, ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো ফুটেজে দেখা যায়, কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে অবস্থিত আমপাড়া শহরের কাছে নৌবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। আবহাওয়ার এই বিপর্যয়ে এখন পর্যন্ত প্রায় চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।