মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রু দত্ত গ্রেপ্তার
২ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
তিন দিনের সফরে ভারতের কলকাতায় পৌঁছেছেন বিশ্ব ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। প্রথম দিনেই সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফুটবল ইভেন্টে চরম অব্যবস্থা তৈরি হয়। গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাদের প্রিয় খেলোয়াড় মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং স্টেডিয়ামে ভাঙচুর চালান।
ঘটনার পর কলকাতা পুলিশ অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্তকে আটক করে। কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, “এফআইআর দায়ের করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, এবং যারা এ বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত তারা আইনের আওতায় আনা হবে। ভক্তদের ক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা রয়েছে, তবে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেসির কাছে সরাসরি ক্ষমা চেয়ে বলেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও ভক্তদের সঙ্গে প্রিয় খেলোয়াড় মেসিকে দেখার জন্য স্টেডিয়ামে যাচ্ছিলাম।”
মুখ্যমন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন। কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের সুপারিশ দেবে।
মমতা ব্যানার্জি শেষ করেন, “সব ক্রীড়াপ্রেমী ও মেসির ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”