দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

Bortoman Protidin

৫১ মিনিট আগে শনিবার, নভেম্বর ২২, ২০২৫


#

শনিবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন প্রাণ হারান।

নিহতরা হলেন সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), তানজিলা এবং সাদিয়া। এ ঘটনায় অটোচালক ও এক শিশু সহ চারজন আহত হয়েছেন এবং তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত মর্জিনা, তানজিলা, সুমী সম্পর্কে একে অপরের মা ও সন্তান, আর সাদিয়া নিহত মর্জিনার ভাগনী।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী বাসটি কান্তজিউ মেলায় অংশগ্রহণকারীদের নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাসটি অটোরিকশাটিকে প্রায় একশো গজ দূরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান, হাসপাতালে নেওয়ার পর বাকি একজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং অটোরিকশাটি সড়কের মাঝখানে ছিল। পেছন থেকে আঘাত পাওয়ার কারণে অটোরিকশাটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় সড়ক পুনরায় খোলা হয়।

কোতোয়ালী থানার ওসি নুরুজ্জামান জানিয়েছেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসচালককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, অতিরিক্ত গতি এবং লেন পরিবর্তনের কারণে দুর্ঘটনা ঘটেছে।” তিনি আরও জানান, বাসের কোনো যাত্রী বা চালকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বাসটি ওভারলোডেড ছিল।

হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম বলেন, “কান্তজিউ মেলা দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর এখানে প্রচুর মানুষ অংশ নেন। এবারের মেলায় মানুষের চাপ বেড়ে যাওয়ায় সড়ক নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied