জুলাই আন্দোলনের যোদ্ধা মুনিরার দরজায় রহস্যময় লাল ক্রস: আতঙ্কে দিন কাটছে পরিবারের
১ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
পাবনা শহরের শালগাড়িয়া এলাকার তালবাগানে জুলাই আন্দোলনের যোদ্ধা সিরাজুম মুনিরার পারিবারিক বাসার গেটে লাল রঙের একটি ক্রসচিহ্ন এঁকে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় মুনিরা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের দাবি, গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় এই চিহ্ন আঁকা হয়।সিরাজুম মুনিরা জানান, বর্তমানে তিনি পাবনায় বসবাস করেন না। তবে তার বাবা-মা শালগাড়িয়ার ওই বাসাতেই থাকেন। শনিবার সকালে তারা বাড়ির গেটে লাল রঙে আঁকা ক্রসচিহ্নটি দেখতে পান। তবে কে বা কারা এটি এঁকেছে, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি। মেয়ের দুশ্চিন্তা বাড়তে পারে—এই আশঙ্কায় বিষয়টি তাৎক্ষণিকভাবে তাকে জানানো হয়নি।তিনি আরও জানান, রোববার রাতে বাসায় ফেরার পর পরদিন বিকেলে বাইরে যাওয়ার সময় তার নজরে বিষয়টি আসে। এরপর তিনি মৌখিকভাবে থানায় বিষয়টি অবহিত করেন।মুনিরার ভাষ্য, জুলাই আন্দোলনের সময় তিনি পাবনায় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। সে কারণেই আন্দোলনের শুরু থেকে বিভিন্নভাবে হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে তাকে ও তার পরিবারকে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত না হলেও ভয়ভীতি সৃষ্টি করতেই এমন কাজ করা হয়েছে বলে তিনি মনে করছেন।তিনি বলেন, এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে জানানোতেই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে বাড়ির আশপাশে নিয়মিত পুলিশ টহল দেওয়া হচ্ছে।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য নেই এবং কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।