ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, বিলম্বে চলছে সিলেট- চট্রগ্রামের ট্রেন
১৩ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে বিকল্প উপায়ে চলছে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেটের রেল চলাচল।(১৯ নভেম্বর) রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
এদিকে
ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্যরা কাজ শুরু করেছে।
ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত ৪০০
মিটার রেললাইন খুলেছে। মেরামতের পর রিলিফ ট্রেন
এসে লাইনচ্যুত কন্টেইনার ট্রেন উদ্ধার করবে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সকাল থেকে উপকূল এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কালনী এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে গিয়েছে।