এইচএসসির খাতা চ্যালেঞ্জ এর ফলাফল জানা যাবে যেভাবে
২২ দিন আগে রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল ২৬
ডিসেম্বর প্রকাশ করা হবে। সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা
বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড
সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছে।
পুনঃনিরীক্ষণের ফল
যেভাবে জানা যাবে
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ
জানায়, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি
পদ্ধতি হলো এসএমএসের মাধ্যমে। তাছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে
পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে
প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই
নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলের জন্য এসএমএস পাঠানোর
প্রয়োজন নেই।