মরা ছাগলের মাংস বিক্রির দায়ে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা

Bortoman Protidin

৩ দিন আগে সোমবার, জানুয়ারী ৫, ২০২৬


#

খাগড়াছড়ি বাজারে মরা ছাগলের মাংস বিক্রির দায়ে ওয়াসিম নামের এক কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই ওয়াসিমকে এ জরিমানা করা হয়।

তিনি খাগড়াছড়ি সদর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলী-বানু আক্তার দম্পতির ছেলে।

কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতাসাধারণ বুঝতে পেরে থানায় খবর দেন। পরে খাগড়াছড়ি ভেটোনারি সার্জন ডা. মো. সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied