১২ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক দুই নারী

Bortoman Protidin

২ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫


#

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযানে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র‍্যাব-৭। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।র‍্যাবের হাতে আটক হওয়া দুই নারী হলেন মাগুরা জেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা অভিজিৎ সরকারের মেয়ে সীমা বিশ্বাস (৩৩) এবং একই জেলার সদর থানাধীন সংকোচখালী এলাকার আল আমিন হোসেনের কন্যা রুপালী খাতুন (২৮)।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে দুই নারীকে তল্লাশি করা হলে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩ হাজার ৮৯৫ পিস, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটক দুজনকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied