ট্রাকচাপায় এক নারী নিহত, চালক-সহকারী আটক

Bortoman Protidin

২ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫


#

রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় কেমি চাকমা (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আজ শনিবার  (২৭ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কেমি চাকমা স্থানীয় অংচিং মারমার স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান-পানির ট্যাংক বহনকারী একটি মিনি ট্রাক (নম্বর ঢাকা মেট্রো-ন-১৩- ৮১৬৬) ঘটনাস্থলে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কেমি চাকমা ট্রাকটির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি রাঙামাটি পাবলিক হেলথের অধীন রাঙামাটি শহরে পানি সরবরাহ প্রকল্পের কাজে নিয়োজিত রয়েছে।

দুর্ঘটনার পরপরই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান- দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রাকচালক সুজন ও তার সহকারীকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied