সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
৩ ঘন্টা আগে সোমবার, জানুয়ারী ১২, ২০২৬
সড়ক
দুর্ঘটনায় মো. সাইয়েদ আহমদ বিল্লাল (৩২) নামে গফরগাঁও উপজেলার এক সৌদিপ্রবাসী যুবক
নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা
ঘটে। নিহত বিল্লাল গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের রুহুল আমিনের
ছেলে।
পরিবার
ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল প্রায় চার বছর ধরে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন।
রবিবার
বিকেলে কাজ শেষে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়।
নিহতের
স্বজন মন্টু মিয়া জানান, চার থেকে পাঁচ দিনের মধ্যে বিল্লালের দেশে ফেরার কথা ছিল।
তার এমন আকস্মিক মৃত্যু পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।