রাজধানীর রামপুরা বনশ্রীতে অক্টোবর বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৪ উদযাপিত

Bortoman Protidin

২৯ দিন আগে বুধবার, আগস্ট ২৭, ২০২৫


#

অক্টোবর বিশ্ব ডাউন সিনড্রোম সচেতনতা মাস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার  (২৯ অক্টোবর) সকাল ১০ টায় আমডা বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর রামপুরা বনশ্রীতে এক বর্ণাঢ্য রেলি রাজদরবার রেস্টুরেন্টে এক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমডা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ সরদার নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডঃ হাকিম আরিফ।

তিনি বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের কন্ঠস্বর আরও জাগ্রত করতে এধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খিলগাঁও সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা জনাব শাহিনা আক্তার সুইটি।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন যে, সমাজের সর্বস্তরে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের অংশগ্রহণ আমডা বাংলাদেশ এর কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাইটসেভার্স বাংলাদেশ এর ক্যাম্পেইন অ্যাডভাইজার অয়ন দেবনাথ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের সার্বিক জীবনমান উন্নয়ন সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাইটসেভার্স বাংলাদেশ সবসময় যুক্ত থাকবে বলে নিশ্চয়তা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ সরদার নাঈম বলেন, নিবিড় পরিচর্যার মাধ্যমে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।

মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমডা বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব সরদার রাজ্জাক।

তিনি তাঁর বক্তব্যে সরকারী-বেসরকারী পর্যায়ের দায়িত্বশীলগণকে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ব্যক্তিদের জন্য সমাজের সর্বস্তরে সমান সুযোগ নিশ্চিত করতে কার্যকর ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আমডা বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়কারী উত্তম হাওলাদার। বর্ণাঢ্য এই আয়োজনে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি তাদের অভিভাবকবৃন্দ, আমডা বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ-এর কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পিআর পদ্ধতি হলো মানুষের সঙ্গে প্রতারণা : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

#

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান

#

কুমিল্লায় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে ছদ্মবেশে ইউএনওর অভিযান !

#

মৎস্যসম্পদ সুরক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

#

ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

#

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান

#

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের খবর দিলে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

#

কুমিল্লায় মোবাইল কোর্টের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা

Link copied