মোটরসাইকেলের বেপরোয়া গতি, সড়কে ঝরলো ৩ শিক্ষার্থীর প্রাণ

Bortoman Protidin

২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫


#

টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থী দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘানলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলেন- উপজেলার কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আবদুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির বন্ধু। তারা কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। আর সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্কুল শিক্ষার্থী দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেলযো‌গে বেড়াতে বের হন। তারা উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর এক‌টি বেপরোয়া গ‌তির মোটরসাইকেলের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী ছাড়াও আরও তিন শিক্ষার্থী। এ ঘটনায় একটি মোটরসাইকেল চালাচ্ছিল আবির হোসেন এবং অন্যটি চালাচ্ছিলেন সাব্বির হাসান। নিহত আবির ও লিখন একই মোটরসাইকেলে ছিলেন।

স্থানীয়রা জানান, গুরুতর আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসানের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় নিশ্চিত করে কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল জানান, লিখন ও আবির তার প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত সাব্বির তার প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। কাকতালীয়ভাবে তিনজনেরই বাড়ি একই গ্রামে।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, দুটি মরদেহ থানায় আনা হয়েছে। অপর একটি মরদেহ ঢাকা থেকে সখীপুরে আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied