‘হ্যাঁ’ ভোটেই গণতন্ত্রের ভিত মজবুত হবে: হাসনাত আবদুল্লাহ

Bortoman Protidin

৭ ঘন্টা আগে রবিবার, জানুয়ারী ১১, ২০২৬


#

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ চাইলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মতে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়লেই গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।তিনি বলেন, যারা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ দেখতে চান, যারা চান দেশের সন্তানরা সুশিক্ষা অর্জন করে যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরি পাক, এবং যারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন—তাদের সবার উচিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়া।রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আয়োজিত আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ফুটো থাকা একটি বড় পানির ট্যাংকিতে যতই পানি ঢালা হোক, তা কখনো পূর্ণ হবে না। দুর্নীতিই সেই ফুটোর মতো, যা বন্ধ না করলে কোনো সংস্কারই টেকসই হবে না। তিনি দাবি করেন, তার নির্বাচনী লড়াই মূলত দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। পাশাপাশি তিনি ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার কথাও উল্লেখ করেন।তিনি বলেন, এই পরিবর্তনের আন্দোলনে বিশেষ করে তরুণ সমাজসহ সব বয়সের মানুষকে মাঠে নামতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে।আরও বলেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের সন্ত্রাস বা ভয়ভীতি প্রদর্শনের জায়গা নেই। উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের পক্ষ থেকে কেউ কখনো হুমকি দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপস্থিত সাধারণ মানুষ ‘না’ বলে সাড়া দেন। তিনি বলেন, তারা জোর করে কাউকে কর্মসূচিতে আনেন না, বরং ভালোবাসা ও সম্মানের মাধ্যমে মানুষের কাছে যান।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোট চাওয়াকে তিনি অসম্মানের মনে করেন না। বরং দুর্নীতি বা চুরি করার চেয়ে ভোট ভিক্ষা করাই তার কাছে বেশি মর্যাদার। তিনি জানান, প্রতিদিনই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে আর্থিক সহায়তা, খাবার ও ভালোবাসা দিচ্ছেন। তার মতে, মানুষ তাকে সহযোগিতা করছে কারণ তারা তাকে একজন সৎ মানুষ হিসেবে বিশ্বাস করছে। তিনি বলেন, তিনি নিজের সক্ষমতা গোপন করেন না এবং জনগণের সহায়তা থাকলে পরিবর্তন সম্ভব বলেই তিনি বিশ্বাস করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ

#

‘হ্যাঁ’ ভোটেই গণতন্ত্রের ভিত মজবুত হবে: হাসনাত আবদুল্লাহ

#

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

#

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা, সংঘর্ষে আহত ২০

#

পাবনার ২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

#

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

#

আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না: তারেক রহমান

#

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন

#

চীনা নাগরিকদের তত্ত্বাবধানে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

Link copied