মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্র তুহিনের
২ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ৫, ২০২৫
টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় তুহিন ইসলাম (৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই কুমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন উপজেলার মাকড়াই কুমারপাড়া গ্রামের ভ্যানচালক শামীম মিয়ার ছেলে। সে স্থানীয় মাকড়াই মদিনাতুল উলুম মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তুহিন তার মায়ের হাত ধরে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, “দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”