বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

Bortoman Protidin

২৭ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫


#

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে শৈলেন মন্ডল (৩০) নামের একজন নিহত হয়েছেন। শৈলেন মন্ডল উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের অমৃত মন্ডলের ছেলে। জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বাইসাইকেলে দুধ বিক্রির উদ্দেশ্যে সাতৈর বাজারে যাচ্ছিলেন শৈলেন মন্ডল।

সকাল সাড়ে ৮ টায় সাতৈর পাট বাজার রেল ক্রসিংয়ে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকুর ডা. আব্দুল্লাহ আল মাসুম জানান, শৈলেনের ডান পায়ের নিচের অংশ একেবারে বিচ্ছিন্ন হয়েছিলো। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছিলো।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied