তুরস্কের সামরিক বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, আরোহী ছিলেন ২০ জন
১২ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
আজারবাইজান ও জর্জিয়ার সীমান্তবর্তী এলাকায় তুরস্কের একটি সামরিক মালবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানে অন্তত ২০ জন আরোহী ছিলেন। তবে হতাহতদের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি সি–১৩০ মডেলের একটি পরিবহন বিমান, যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিমানবাহিনী ব্যবহার করে থাকে। মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান থেকে তুরস্কের উদ্দেশে উড্ডয়ন করেছিল। পথে জর্জিয়ার আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, জর্জিয়ার সিগনাঘি শহরের কাছাকাছি, আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরোহীদের সন্ধানে কাজ করছেন। বিমানে ফ্লাইট ক্রু ছাড়াও কয়েকজন সামরিক কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।” তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের ধন্যবাদ জানান।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও এক বার্তায় শোক প্রকাশ করে তুরস্কের জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট দিয়ে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও তুর্কি সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।