চলন্ত গাড়ির ছাদে তরুণ-তরুণীর কাণ্ড

Bortoman Protidin

১২ মিনিট আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫


#

বিয়ের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে অভিনব কৌশল অবলম্বন করেন অনেক বর-কনে। এতে অনেক সময় ঘটে বিপত্তিও। আবার বিয়ের প্রিওয়েডিং ফটোতে অনেক বর-কনেকে এমন সব কাজ করতে দেখা যায়, যা দেখে অনেক সময় চোখ ছানাবড়া হয়ে যায়। আর তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়।

বিয়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলন্ত এসইউভির ছাদে বিপজ্জনকভাবে শুয়ে পড়েন ২ তরুণ-তরুণী। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান এক পথচারী। গাড়ি থামিয়ে যুগল এবং আলোকচিত্রশিল্পীকে শাসনও করেন তিনি। আর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। যাতে দেখা যায়, কালো রঙের চলন্ত এসইউভির ওপর শুয়ে রয়েছেন এক যুগল। তরুণী শুয়ে রয়েছেন চলন্ত এসইউভির ছাদে এবং তরুণ গা এলিয়ে শুয়ে রয়েছেন গাড়ির বনেটের ওপর। জানা গেছে, কিছুদিন পরই ওই যুগলের বিয়ে। আর সে উপলক্ষ্যেই তারা প্রিওয়েডিং ফটোশুট করতে গোয়ায় গিয়েছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied