গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে ছাই ৩ মোটরসাইকেল
১০ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
ফেনীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় রাখা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক কার্যালয় সূত্রে জানা যায়, শর্শদী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের দুইতলা ভবনটিতে কিছু কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন। ভোররাতে কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিরাপত্তা প্রহরীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ভবনের ওপরতলায় অবস্থানরত কর্মচারীরা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কার্যালয়ের নিচে রাখা তিনটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন,
“দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।