গত ১৬ বছর সংবাদপত্রের স্বাধীনতায় ছিল স্বৈরাচারী হস্তক্ষেপ : ডাক প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা

Bortoman Protidin

২৬ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫


#

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এই পত্রিকাটি কেবল সংবাদ পরিবেশন করে এমনটিই নয়, এই পত্রিকাটি সামাজিক সচেতনতার আলো ছড়াচ্ছে একযুগ ধরে। সত্য প্রকাশে দায়িত্বশীল- এ স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপসহীন ও অসাম্প্রদায়িক ভূমিকার ১২ বছর পার করেছে। 

একযুগের এই সময়ে মানুষের আস্থা অর্জন করার পাশাপাশি বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে  সংবাদ প্রকাশে বিশ্বস্ততার জায়গাটি অর্জন করেছে ডাক প্রতিদিন। অনুসন্ধানী রিপোর্টিংয়ে একটি স্থানীয় গণমাধ্যমের সাহসী ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।  

বক্তারা আরও বলেন, গত ১৬ বছর স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারেনি মিডিয়াকর্মীরা। মানুষের বাক স্বাধীনতা যেমনিভাবে স্তব্ধ করে দেয়া হয়েছিল, তেমনি সংবাদপত্রের স্বাধীনতায় স্বৈরাচারী হস্তক্ষেপ ছিল গত ১৬টি বছর। আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনায় সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর পরিবেশ সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

শনিবার (২ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনার ১২ বছরের কর্মযজ্ঞ তুলে ধরেন ডাক প্রতিদিনের প্রধান সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান। 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি ফরিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবাউল আহসান মুন্সী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর আহ্বায়ক গোলাম সামদানী, ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আব্দুর রহমান, সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা মিডিয়া ফোরামের সাবেক সভাপতি এম ফিরোজ মিয়া, ডাক প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, বার্তা সম্পাদক মো. নুরুল ইসলাম, এখন টিভির ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, কালের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কর্মকান্ডে অবদান রাখায় বিশিষ্টজনদের সম্মানা স্মারক ও ডাক প্রতিদিনের সেরা রিপোর্টারের সম্মাননা দেওয়া হয় দেবিদ্বার প্রতিনিধি আনোয়ার  হোসেনকে। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসরাত জাহান মিতু ও উম্মে সুমাইয়া তামান্না। পরে কেক কেটে ডাক প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপন করা হয়। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা প্রদান

#

ময়মনসিংহে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

#

বন্যা-ধসে শ্রীলঙ্কায় বাড়ছে দুর্যোগ: মৃ-ত্যু ৩২, নি-খোঁ-জ ১৪

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

ভবন নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, নতুন আইন অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ

#

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়- হাজী আমিন উর রশিদ ইয়াছিন

#

কড়াইল বস্তিতে হাজারো ঘরবাড়ি পুড়লেও অক্ষত ‘পবিত্র কুরআন’

#

ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা , সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ

#

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

Link copied