ককসিট তৈরির কারখানা ও গুদামে আগুন
৩২ মিনিট আগে বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ককসিট উৎপাদনকারী এক কারখানা ও গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর প্রায় ২টার দিকে লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসোলেশন লিমিটেড-এ এ আগুন দেখা দেয়।খবর পাওয়ার পর বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, দুপুরে কারখানার উৎপাদন এলাকা ও গুদামের ভেতরে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড শুরু হতে পারে।
তিনি আরও বলেন, আগুনে ঠিক কতটা ক্ষতি হয়েছে বা চূড়ান্তভাবে আগুন লাগার কারণ কী—তা তদন্ত শেষ হলে জানা যাবে।