২০০ জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবি

Bortoman Protidin

১ দিন আগে সোমবার, জানুয়ারী ৫, ২০২৬


#

গাম্বিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি: নিহত অন্তত ৭, নিখোঁজ অনেকে

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিবাসীবাহী একটি নৌকা দুর্ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে দুই শতাধিক মানুষ ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে, যাদের অনেকেই এখনো নিখোঁজ।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের দিকে নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের উপকূলের কাছে নৌকাটি উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। পরে সেটিকে একটি বালুচরে আটকে থাকা অবস্থায় শনাক্ত করা হয়।

খবর পাওয়ার পরপরই নৌবাহিনীর তিনটি স্পিডবোট, একটি উপকূলীয় টহল জাহাজ এবং স্থানীয় জেলেদের একটি মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো উদ্ধারকৃতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনাটি আবারও পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক ৪৬ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান।

অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘কামিনান্দো ফ্রোনতেরাস’ জানিয়েছে, একই পথে যাত্রা করতে গিয়ে গত বছরে ১০ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied