আইনজীবী অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Bortoman Protidin

২২ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬


#

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২৯ জন।

শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে ঘোষণা করা হয়।

তবে পরবর্তী যাচাইয়ের জন্য সাতজন পরীক্ষার্থীর ফলাফল উইথহেল্ড রাখা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার শিডিউল পরে জানানো হবে।

 এমসিকিউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied