হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক
২ ঘন্টা আগে সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
অস্ট্রেলিয়ার
নিউ সাউথ ওয়েলসের বন্ডাই সমুদ্র সৈকতে এক বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায়
ভাসছেন আহমেদ আল আহমেদ নামের এক মুসলিম নাগরিক। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে
রাইফেল ছিনিয়ে নেওয়ায় মুসলিম এই পথচারীকে ‘বীর’ আখ্যা দিয়েছেন দেশটির নাগরিকরা।
অস্ট্রেলিয়ান
সংবাদমাধ্যম একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা গেছে, ৪৩ বছরে বয়সী আহমেদের নিউ সাউথ ওয়েলসের
সাদারল্যান্ড শহরে ফলের দোকান রয়েছে। তিনি বিবাহিত ও তার দুই মেয়ে রয়েছে।
ঘটনার
ভিডিওতে দেখা যায়, বন্ডাই সমুদ্র সৈকত এলাকায় একটি গাড়ির আড়াল ধরে ধীরে ধীরে হামলাকারীর
দিকে এগিয়ে যান আহমেদ আল আহমেদ। হঠাৎ তিনি এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন ও তীব্র
ধস্তাধস্তির পর তার হাত থেকে রাইফেল কেড়ে নিতে সক্ষম হন। এরপর তিনি বন্দুকটি হামলাকারীর দিকেই তাক করে ধরে
রাখেন। সেসময়র আততায়ী পিছু হটতে বাধ্য হন ও পরে ঘটনাস্থল থেকে সরে যান।
মুস্তাফার
দেওয়া তথ্য অনুযায়ী, অন্য বন্দুকধারীর হামলায় আহমেদ গুরুতর আহত হয়েছেন। তার কাঁধে ও
হাতে গুলি লেগেছে ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় দুই বন্দুকধারীর একজন
পুলিশের গুলিতে নিহত হন ও অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায়
অন্তত ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে দুইজন
পুলিশ সদস্যও রয়েছেন, যাদের অবস্থা গুরুতর।
উল্লেখ্য,
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে সমুদ্রসৈকতের পাশে
জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। কাছের একটি ভবন থেকে ধারণ
করা ভিডিওতে একদিকে ভয়াবহ হামলার দৃশ্য, অন্যদিকে একজন মুসলিম নাগরিকের অসাধারণ সাহসিকতার
মুহূর্ত ধরা পড়ে।