শ্যামনগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আটক ৭
১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, সিআর সাজা পরোয়ানাভুক্ত ও জিআর পরোয়ানাভুক্ত মামলায় ৭ জনকে আটক করেছে।
শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) দিক নির্দেশনায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, সিআর সাজা পরোয়ানাভুক্ত ও জিআর পরোয়ানাভুক্ত মামলায় যথাক্রমে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামের নূরমোহাম্মদ গাজী, নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী গ্রামের মোঃ আল আমিন শেখ, বয়ারসিংহ গ্রামের মোঃ আফজাল হোসেন, হরিনগর গ্রামের মোঃ আব্দুল গফুর, দাতিনাখালী গ্রামের মোঃ রশিদুজ্জামান আঃ রশিদ, পশ্চিম কৈখালী গ্রামের মোঃ রাশিদুল ইসলাম ও ইসমাইল গ্রামের মোঃ নুরুজ্জামান কয়ালকে আটক করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।