শিক্ষাবর্ষ শুরুতে বিতরণ হবে নতুন বই: গণশিক্ষা উপদেষ্টা
৩ ঘন্টা আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আসন্ন নতুন শিক্ষাবর্ষের শুরুতেই দেশের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে। তিনি বলেন, পাঠ্যবই ছাপার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বইগুলো জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে।
অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, যেসব দেশ শিক্ষা ক্ষেত্রে ভালো করছে, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হলে বিশেষ প্রশিক্ষণ, দক্ষতা ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। চিকিৎসকদের যেমন এমবিবিএস শেষ করার পর লাইসেন্স নিতে হয়, তেমনি ভবিষ্যতে আমাদের দেশেও শিক্ষকদের জন্য লাইসেন্স ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলন ও ১১তম গ্রেডের দাবির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বেতন কমিশন সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে বিষয়টি বাস্তবায়নের পথে এগোয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
এদিকে বিকেলে উপদেষ্টা বিভাগীয় বইমেলার একটি অনুষ্ঠানে অংশ নেন।