শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি–এর
কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার
শুরু করেছে। এর অংশ হিসেবে দলটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একাধিক
জাতীয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়
এলাকায় অবস্থিত শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী–এর সমাধি জিয়ারতের
মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ
ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা
কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাধি জিয়ারত শেষে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ লেখা
ব্যানার নিয়ে নেতাকর্মীরা পদযাত্রা করেন। পদযাত্রাটি গিয়ে শেষ হয় কাজী নজরুল ইসলাম
এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিক্ষেত্রে, যেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন সকালে ঢাকা-১১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী
হিসেবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার কার্যক্রমের সূচনা
করেন। তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ
সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই। সেই ঐতিহাসিক ধারাবাহিকতাকে সম্মান
জানিয়ে এখান থেকেই এনসিপির নির্বাচনি যাত্রা শুরু করা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচন মূলত আধিপত্যবাদবিরোধী
লড়াই। নতুন ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ
থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
জনগণ যেন ঐক্যজোটকে বিজয়ী করে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ
ইসলাম। তাঁর অভিযোগ, কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া
হচ্ছে—এ কথা তারা আগেও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।
অন্যদিকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
এবারের নির্বাচনের অন্যতম প্রধান অঙ্গীকার হলো বিচার নিশ্চিত করা। ২০২৪ সালের আন্দোলনে
যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার আদায়
এনসিপির প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম বলে তিনি উল্লেখ করেন