রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯
১ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে
৯জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানিয়েছেন, এ সময় তাদের কাছ থেকে ১৮৬
ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
