ময়মনসিংহে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল প্রায় ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ছয় বছরের এক শিশুর মৃত্যু হলে এলাকায় দ্রুত খবর ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানি হওয়ার পর বেলা আড়াইটার দিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং প্রায় তিনটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শেখবাজার মোড়ের কাছে আলামিনের দোকানের সামনে হাবিব নামে শিশুটি রাস্তা পার হতে গেলে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। সে ভাটিপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ নিশ্চিত করেছেন যে হাবিব নামের শিশুটি দুর্ঘটনায় মারা গেছে। তিনি জানান, ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করলেও পুলিশ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।