ট্রেনের ১৬ টিকিট নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন স্টুয়ার্ড
১ দিন আগে বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ১৬টি টিকিটসহ মো. মানিক মিয়া নামে এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মানিক মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আ. মতিনের ছেলে। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে স্টুয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—হাওর এক্সপ্রেস ট্রেনের ওই স্টুয়ার্ডের কাছে একাধিক ট্রেনের টিকিট রয়েছে। এমন তথ্যের পর ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১৬টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে টিকিটগুলো অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাকে টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের মাধ্যমে টিকিটগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।