সহায়তার হাত বাড়িয়ে বন্যা দুর্গত এলাকায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল
৮ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
অতি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষ।
এসকল জেলায় বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন সংস্থা থেকে সর্বোপরি দেশের বিভিন্ন জায়গা থেকে সকল ধরনের মানুষ ছুটে এসেছেন সহায়তার হাত বাড়িয়ে।
কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত মডার্ণ হাই স্কুল, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে অন্যান্যদের মতোই সহযোগিতার হাত বাড়িয়ে এসে দাঁড়িয়েছে।
কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকগণ এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে শনিবার ৩১ আগস্ট বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা জেলার লাকসাম এর মনোহরগঞ্জ এবং বুড়িচং উপজেলার বাকসিমাইল ইউনিয়ন অঞ্চলে কুমিল্লা মডার্ণ হাই স্কুলের শিক্ষকগণের নেতৃত্বে শিক্ষার্থীদের কয়েকটি টিম বন্যার্তদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্হিতিতে পরস্পর পরস্পরের হাত ধরে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে কুমিল্লা মডার্ণ হাই স্কুল সদা সর্বদা পাশে থাকবে।