মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

Bortoman Protidin

২ ঘন্টা আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬


#

ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

এর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ মোট ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে এল।

তাতে আমদানি করা ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনে সাড়ে ৫ হাজার টাকা সাশ্রয় হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর আশা করছে।

এছাড়া মোবাইল ফোন সংযোজনকারী কোম্পানির আমদানি করা উপকরণের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

ততে দেশে সংযোজন করা ৩০ হাজার টাকার বেশি দামের মোবাইলে ফোনে দেড় হাজার টাকা সাশ্রয় হবে বলে এনবিআরের ভাষ্য।

মঙ্গলবার দুটো আলাদা প্রজ্ঞাপনে শুল্ক কমানোর এই সিদ্ধান্ত জানায় এনবিআর।

চলতি বছরের প্রথম দিন দাম কমিয়ে আনতে দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশ ও আমদানি করা মোবাইল ফোনে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর চালুর উদ্যোগ ঘিরে ব্যবসায়ীদের আন্দোলন ও দাবির মধ্যে ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক ছাড়ের এ সিদ্ধান্ত হয়।

এনবিআর বলছে, “উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সকল ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে সরকার আশা করে।

এনইআইআর পদ্ধতি চালু করতে সরকারের উদ্যোগের মধ্যে মোবাইল ফোন আমদানিতে ‘উচ্চ শুল্কের বিষয়টি আলোচনায় আসে। কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার হ্যান্ডসেট নিবন্ধনের এনইআইআর পদ্ধতি চালু করেছে। এর ফলে দেশে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও।

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা পুরোপুরি কার্যকর হলে কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। তবে এনইআইআর চালু হওয়ার আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহার হওয়া কোনো ফোন বন্ধ হবে না।

এনইআইআরের বিরোধিতায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোনের গ্রে মার্কেটের ব্যবসায়ীরা। গত ৭ ডিসেম্বর তারা বিটিআরসি কার্যালয় ঘেরাও করেন। দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় নির্বাচনী দায়িত্বে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

সারাদেশে র্যাবের ৪৩৫ টহল টিম

#

নারায়ণগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

#

সেনাবাহিনী প্রধানের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

#

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত

#

শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার

#

অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

#

আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

#

সহায়তার হাত বাড়িয়ে বন্যা দুর্গত এলাকায় কুমিল্লা মডার্ণ হাই স্কুল

সর্বশেষ

Link copied