মোটরসাইকেল প্রতিযোগিতার সময় প্রাণ গেল এক তরুণের, আহত আরও একজন
১৫ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুরা মিলে মহাসড়কে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
আজ রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. রুহান (১৭)। তিনি উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা। আহত বাদশা, একই উপজেলার সানোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে চালক রুহান ঘটনাস্থলেই মারা যান।
শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, “অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”
স্থানীয়দের মতে, এলাকাটিতে প্রায়ই কিশোর ও তরুণরা মোটরসাইকেল রেসে অংশ নেয়, যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।