ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী
১ ঘন্টা আগে শনিবার, জানুয়ারী ৩১, ২০২৬
ঢাকা–৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যারা এ ধরনের অপচেষ্টায় যুক্ত হবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের একটি অংশ সংগঠিতভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যেখানেই এসব অপরাধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে সহিংসতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যকে গুরুত্ব দিয়ে তারাও প্রস্তুত থাকছেন। তবে আইন নিজের হাতে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জনগণের ঐক্যই হবে তাদের প্রধান শক্তি।
নিজের নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা–৮ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসন এবং কাঁচাবাজার সমস্যার সমাধান তাদের অগ্রাধিকার। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, তার প্রথম ও প্রধান লক্ষ্য শহীদ ওসমান হাদির বিচার, এরপর সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন।
এনসিপির এই নেতা আরও জানান, নারীদের প্রতি হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং মা-বোনদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্কুলকেন্দ্রিক দখল ও অবৈধ বাণিজ্য বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ঢাকা–৮ এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষ আর এসব অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের এই মনোভাবের কারণেই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।