বোমা হামলার হুমকি: ইন্ডিগো ফ্লাইট জরুরি অবতরণ করল মুম্বাইয়ে

Bortoman Protidin

১৫ দিন আগে রবিবার, জানুয়ারী ১৮, ২০২৬


#

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের শারজাহ থেকে হায়দরাবাদগামী একটি ফ্লাইটে মাঝআকাশে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। হুমকি শনাক্ত হওয়ার পর পাইলট দ্রুত রুট পরিবর্তন করে বিমানটি জরুরি ভিত্তিতে মুম্বাইয়ে অবতরণ করান। এ ঘটনায় ১৮০-এর বেশি যাত্রী এবং ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা আগে মদিনা–হায়দরাবাদ ফ্লাইটেও একই ধরনের হুমকি আসে, যা পাওয়ার পর বিমানটি আহমদাবাদে জরুরি অবতরণ করে এবং তল্লাশি চালানো হয়। আহমদাবাদ জোন-৪-এর উপ-পুলিশ কমিশনার অতুল বানসাল জানান, যাত্রী ও ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বিমানের চারপাশ ও অভ্যন্তরে সতর্ক তল্লাশি সম্পন্ন হয়েছে। হুমকির কারণে ইন্ডিগোর নতুন ক্রু রোস্টারিং প্রণালীর কারণে প্রতিষ্ঠানটি বিপর্যয়ে পড়ে; বৃহস্পতিবার একদিনে ভারতে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে দিল্লি থেকে ৩৩টি, হায়দরাবাদ থেকে ৬৮টি, মুম্বাই থেকে ৮৫টি এবং বেঙ্গালুরু থেকে ৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied