ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
১৬ দিন আগে শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামে। তিনি ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
তার ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানান, জহির ভূঁইয়া দুপুরে বাসা থেকে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে বের হন। কিছুক্ষণ পর পথচারীরা ফোন করে দুর্ঘটনার খবর জানায়। হাসপাতালে নেওয়ার পরও তার জীবন বাঁচানো যায়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।