টিকিট ছাড়াই ভ্রমণ করা ১,৯৭১ যাত্রীর জরিমানায় আদায় সাড়ে চার লাখ টাকা
১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে টিকিটবিহীন যাত্রা রোধে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে প্রায় দুই হাজার যাত্রীকে শনাক্ত করেছে। মোট ৭৬টি ট্রেনে পরিচালিত এই অভিযান থেকে ভাড়া ও জরিমানা মিলিয়ে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রেলওয়ের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ নভেম্বর পরিচালিত এই অভিযানে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মোট ১০১ জন টিকিট পরীক্ষক (টিটিই) অংশ নেন। তারা সারাদিন ধরে ট্রেনভিত্তিক টিকিট যাচাই কার্যক্রম পরিচালনা করেন এবং টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, অভিযানে টিকিটবিহীন মোট ১,৯৭১টি যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। এদের কাছ থেকে ভাড়া বাবদ ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং অতিরিক্ত জরিমানা হিসেবে আরও ১ লাখ ২৭ হাজার ২৩০ টাকা আদায় করে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে রেলওয়ের এক দিনের আয় দাঁড়ায় ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা উন্নত করা এবং অনিয়ম কমানোর অংশ হিসেবে নিয়মিতই ট্রেনে টিকিট–পরিদর্শন জোরদার করা হচ্ছে। টিকিট ছাড়া ভ্রমণ প্রতিরোধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।