চোখের পানি ছেড়ে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ

Bortoman Protidin

২৫ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬


#

সারাদেশে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। তাই বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে। চোখের পানি ছেড়ে রহমতের বৃষ্টি চাইলেন হাজারো মানুষ। 

বুধবার (২৪ এপ্রিল) সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। 

এ সময় শহরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান। 

নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বক্তারা।  নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied