চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক
১ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার মূল আসামি অপূর্ব দাস (১৯) কে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৭ নভেম্বর) রাতে বামনসুন্দর দারগারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অপূর্ব দাস চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পাতাকুট এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিলীপ দাস।
র্যাব জানায়, অপূর্ব দাস সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলা ৯ আগস্টে দায়ের করা হয়েছিল এবং তার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
চট্টগ্রাম র্যাবের সহকারী এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।