খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেল
২ ঘন্টা আগে শনিবার, নভেম্বর ৮, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো. তাকরিম (৩) জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও আদনান (৫) একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে।
জানা যায়, আদনান কিছুদিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসতর্কতাবশত দুই শিশু পুকুরে পড়ে ডুবে যায়।
পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান পান না। দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভেসে উঠতে দেখেন। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।