খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল
১ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি তাৎক্ষণিকভাবে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে।স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি আব্দুল বাসেত, সহসভাপতি সাইফুল আনসারী চপল, সহসভাপতি আফজাল হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিল পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।