কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের বিশেষ শাখার দুই সদস্যের মৃ/ত্যু
২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা প্রায় ১১টা ৫৫ মিনিটে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহতরা হলেন পাবনা জেলা ডিএসবির ঈশ্বরদী জোনে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন। বিষয়টি ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ও ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে। অন্যদিকে এএসআই কায়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামের বাসিন্দা।ঈশ্বরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম মাত্র একদিন আগে, অর্থাৎ সোমবার ঈশ্বরদী জোনে যোগদান করেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে মঙ্গলবার সকালে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বের হন। এ সময় লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এদিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো পাবনায় পাঠানো হবে।